এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি :
সরকার বন্যার্তদের নিয়ে রাজনীতি করছে। তারা ত্রাণ বিতরণের চেয়ে ফটোসেশনে বেশি ব্যস্ত। বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী-মন্ত্রীরা এখন দিনাজপুর সফর করে ত্রান বিতরণের ফটোসেশন করছে। অথচ মানুষের পূর্নবাসনের জন্য শুধুই বক্তৃতা দিয়ে যাচ্ছেন। বাড়ী-ভিটা হারা মানুষ যখন নিজের বাড়ীতে ফেরার আকুতি করছে, তখন সরকার ঘন্টার পর ঘন্টা রোদে বসিয়ে রেখে ৫ কেজি চাল আর হাফ কেজি ডাল, তেল, নুন দিচ্ছেন। দূর্গত মানুষ এসব আর দেখতে চায় না। মানুষ এখন বিএনপির দিকে মূখিয়ে আছে। বিএনপি নেতা-কর্মীরা সব সময় জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখে। দিনাজপুরের উন্নয়নের কান্ডারী মরহুমা মন্ত্রী খুরশীদ জাহান হকও আমাদের মানুষের পাশে থেকে সেবার ব্রত নিয়ে কাজ করা শিখিয়েছেন। আমরা তাঁর শেখানো পথে এখনও দূর্গত মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা দূর্গত মানুষের জন্য কাজ করছি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে, আমরা কাজ করছি খুরশীদ জাহান হকের সুযোগ্য পুত্র শাহরিয়ার আক্তার হক ডনের পক্ষে। আর জনগন রয়েছে আমাদের সাথে। জনগনই আমাদের শক্তি। জনগনকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
১৯ আগষ্ট শনিবার সকালে দিনাজপুরের উন্নয়নের কান্ডারী মরহুমা মন্ত্রী খুরশীদ জাহান হকের জ্যৈষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন’র পক্ষ থেকে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া), ৮নং উপশহরসহ বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণকালে দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান রওশন উপরোক্ত কথাগুলো বলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহীন খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মুন্না, মাহফুজ আহমেদ, গোলাম কিবরিয়া পলাশ, মজিবর রহমান, আব্দুস সামাদ, তরিকুল ইসলাম পাপ্পু, শওকতুল্লাহ মজিদ বাদশা, আফাজউদ্দীন রাঙ্গা, আশরাফুল আলশ সাবান, আফজাল খান, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী খোকা, আসলাম খান, ছাত্রদলের সদস্য মহিউদ্দীন মন্ডল বকুল, মাসুম খান, আফসারুল হক শাহীন, রিসান প্রমুখ।