এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)’র সংযোগ প্রকল্প কর্তৃক বাস্তবায়িত দিনাজপুর জেলার সদর পৌরসভার কতিপয় সুবিধা বঞ্চিত এলাকায় ও হিলি বন্দরে এইচআইভি ঝুঁকিতে থাকা তরুণ জনগোষ্ঠীর জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় এবং কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে।
এরই অংশ হিসেবে নিমনগর উত্তর বালুবাড়ীস্থ সংযোগ প্রকল্প অফিস কার্যালয়ে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত তিন দিন ব্যাপী পিয়ার এডুকেটরদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় দিনে বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ও কাঞ্চন সমিতির সহ-সভাপতি শেখ নাসিম আলী কচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযোগ প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দা নুরে নাবিলা তাবাসসুম। প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মামুনুর রহমান জুয়েল, শাহনাজ পারভীন ও কামরুল হাসান।