বিভিন্ন মালামাল লুট : অটো চালককে কুপিয়ে জখম
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে বোয়ালমারী গ্রামে সন্ধ্যারাতে গণছিনতায়ের ঘটনা ঘটেছে। এসময় পিটিয়ে ও ধারলো অস্ত্র দিয়ে ৬ জনকে কুপিয়ে নগদ ৪০ হাজার টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকালে জখম অটোচালক আব্দুল জলিলের অবস্থা আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। আব্দুল জলিল (৪৫) ফকিরপাড়া গ্রামের হজরত আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার জানান, রোববার দিনগত সন্ধ্যারাতে দামুড়হুদা উপজেলার তালসারি ফকিরপাড়ার দু’জন যুবক নগদ ৪০ হাজার টাকাসহ বোয়ালমারী থেকে তাদের নিজ বাড়ী ফকিরপাড়ায় ফিরে যাচ্ছিল। এসময় উক্ত রাস্তার মাদ্রাসার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দু’জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ দু’যুবককে বহন করা অটো থামিয়ে অটোচালকসহ দুই’যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর ছিনতাইকারীরা পথচারী, অটো আরোহী ও অটো চালককে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম করে পালিয়ে যায়। তিনি আরো জানান, ছিনতাইকারীরা কারো কাছে থেকে কোনো নগদ টাকা বা কোন কিছুই ছিনতাই করতে পারেনি। তবে তাদেরকে ইতিমধ্যে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগি অটো চালক আব্দুল জলিল বলেন, ঘটনার সময় ৪/৫ জনের একদল ছিনতাইকারী এবং দেশীয় অস্ত্রধারী তাদের অটো থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৬ জনকে জখম করে গণছিনতাই করেছে। এরপর অটো আরোহীদের কাছে থেকে নগদ ৪০ হাজার টাকা ও প্রত্যেকের কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পথচারীদের চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এলাকাবাসি আহতদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয় এবং আহত জলিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। গতকাল রাতেই আব্দুল জলিলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন পরিবারের সদস্যরা।