দর্শনা কেরুজ চিনিকলের মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

0
4

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারী ও এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনা কেরুজ চিনিকল ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় চিনিকলের কেইন-কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।

স্বাগত বক্তব্য রাখেন চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আকবর আলী শেখ সিনিয়র জেলা ও দায়রাজজ, শহিদুল করিম প্রধান প্রকৌশলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, আনিছুল হক প্রধান রাসায়নিক কর্মকর্তা, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম অর্ক প্রমুখ।

কেরুজ চিনিকল সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ২শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় হার নির্ধারিন করা হয়েছে ৬ দশমিক শূন্য শতাংশ।