নিউজ ডেস্ক:
অ্যান্ড্রয়েডে নতুন ‘কপিলেস পেস্ট’ ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। এই ফিচারটি ক্রোমের ৫৯ সংস্করণে কাজ করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জাননো হয়েছে।
নতুন এই ফিচার দরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে কপি করে নিবে এবং প্রাসঙ্গিক অ্যাপে পেস্ট করার জন্য পরামর্শ দিবে।
এ ব্যাপারে ভেঞ্চার বিটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ফিচার এখনও কার্জকর করা হয়নি। যদিও গুগল ফেব্রুয়ারি থেকে এই ফিচার নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে গুগল তার আসন্ন আই/ও ডেভেলপার সম্মেলনে এই ফিচারের ঘোষণা দিবে।
এছাড়াও গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড ‘ও’ অপারেটিং সিস্টেমের ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছে। যেখানে নতুন নতুন সব ফিচার যুক্ত করা হয়েছে।
সূত্র: ডেকান ক্রোনিক্যাল