নিউজ ডেস্ক:
পরকীয়া প্রেম। এরপর শারীরিক সম্পর্ক। হঠাৎ বিব্রতকর অবস্থায় পড়লেন যুবক! এরপর চিৎকার, অবশেষে ছাড়াতে এল পুলিশ!! ঘটনাটি দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গের।
পুলিশ জোহনেসবার্গের ওই ফ্ল্যাটে এসে জানতে পারে, ২২ বছরের সল কোবোজার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন বছর ৩৪-এর সাশা গেমা। জানা গেছে, ৪২ বছরের স্বামী নেল কাজের সূত্রে বাইরে থাকার সুবিধা নিয়েই পরকীয়ায় জড়িয়ে পড়েন সাশা। দু’জনকে প্রায়ই ফ্ল্যাটে আসতে দেখতে পাওয়া যেত বলে দাবি প্রতিবেশীদের।
এদিকে, শারীরিক সম্পর্কের সময় সাশার যৌনাঙ্গে আটকে যায় সল-এর পুরুষাঙ্গ। ডাক্তারি ভাষায় একে পেনিস ক্যাপটিভাস (Penis Captivus) বলা হয়। তবে স্থানীয়দের দাবি, স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে, এমন সন্দেহ ছিল স্বামী নেল-এর। তাই এক মহিলাকে দিয়ে নাকি কালো জাদু করেন নেল। যা অনুযায়ী, স্ত্রী’র সঙ্গে যৌনসঙ্গমের সময় আটকে যাবে ওই যুবকের যৌনাঙ্গ।
এ ঘটনার পর ওই পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে হাজির হন ওই প্রেমিকার স্বামীও। যদিও চিকিৎসকদের দাবি, কোনো কালো জাদু নয়, পেনিস ক্যাপটিভাস-এর কারণেই এই পরিস্থিতি হয়েছে।