বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঢাবির ভর্তি পরীক্ষা ৭ আগস্ট থেকে আবেদন শুরু !

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ৭ আগস্ট সোমবার দুপুর ২টা থেকে ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১টা পর্যন্ত।

গত বৃহস্পতিবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুক্রবার, চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর শনিবার, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর শুক্রবার, চ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর শনিবার, ক ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর শুক্রবার এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর শুক্রবার হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular