ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। একইসাথে এক মাসের মধ্যে রুল শুনানি করতে বলেছেন হাইকোর্ট।
রোববার আপিল বিভাগের চেম্বার আদালত শুনানিতে এসব জানান। এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে আদেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না- তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন উচ্চ আদালত।
এরপর রাষ্ট্রপক্ষ আজ সোমবার উচ্চ আদালতের এই নির্দেশনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে। এরই প্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি হলো।