ঢাকা ছেড়েছেন ওআইসি মহাসচিব !

0
23

নিউজ ডেস্ক:

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ ওতাইমিন।

শনিবার সকাল সোয়া ১০টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এসময় ওআইসি মহাসচিবকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় এবং কনসূলার বিষয়ক সচিব কামরুল আহসান।

এর আগে, গত বুধবার মধ্যরাতে ওআইসি মহাসচিব ঢাকায় আসেন। চার দিনের এই সফরে রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া মিয়ানমারে ক্রমাগত নির্বাচনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার যান ওআইসি মহাসচিব।