ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাতে কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভের পর কলেজ সংলগ্ন এলাকায় এক ঘণ্টার ব্যবধানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি এবং মিরপুর রোডের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশের সূত্রে জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভের পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি, এবং ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, “পদবঞ্চিত ত্যাগী কর্মীদের ওপর অতর্কিত বোমা হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দুইটি মোটরসাইকেলে করে এসে দ্রুত নীলক্ষেতের দিকে পালিয়ে যায়।”
ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক পিয়াল হাসান বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত। নতুন কমিটি নিয়ে ভুল-ত্রুটি থাকতে পারে, তবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। যোগ্যরা নিশ্চয়ই স্বীকৃতি পাবেন।”
ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা জানি না। তবে নিরাপত্তার জন্য নিউমার্কেট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন জানান, “কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-পরবর্তী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকে পুলিশ মোতায়েন থাকবে।”