নিউজ ডেস্ক:
বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র সদর দপ্তরের উদ্যেগে ১৬ মার্চ ২০১৯ সকালে ঢাকায় “ঢাকা মানবাধিকার কনভেনশন -২০১৯ অনুষ্ঠিত হয়। BHRC’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফার সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ। কনভেনশনের উদ্বোধক ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহামেদ মজুমদার এমপি।
পনের শতাধিক মানবাধিকার কর্মীদের উপস্থিতে কনভেনশনে সন্মানিত অতিথি ও আলোচক হিসাবে আলোচনায় অংশ নেন BHRC’র গভর্নরবৃন্দ ম্যাডাম সেতারা গাফফার, সাইমুন রেজা পিয়াস, ড. আর.কে. ধর, সেকান্দর আলী জাহিদ, ডেপুটি গভর্নরদ্বয় আমিনুল হক বাবু, আকতারুজ্জামান বাবুল, শেখ আবদুলাহ, BHRC’র বিশেষ প্রতিনিধিবৃন্দ হারুন-অর রশিদ, মোস্তাক আহমেভুইয়া, সৈয়দ আজমূল হক, গোলাম কিবরিয়া মোলা, ফারুক আহমেদ শিমুল, BHRC যুক্তরাষ্ট্র জাতীয় শাখার সাধারণ সম্পাদক কায়ছার জামান চৌধুরী, International Human Rights Commission-IHRC বাংলাদেশ চ্যাপ্টারের সম্পাদক দিল ফারজানা বীথি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ ফিরোজ আলম সুমন, ঢাকা মহানগর পূর্বের সভাপতি ডাঃ এম মোক্তার হোসেন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরিন জাহান বিউটি, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, বান্দরবান জেলা শাখার নির্বাহী সভাপতি নীলিমা আক্তার নিলা, সিলেট মহানগর শাখার সভাপতি আবদুল মান্নান, কুমিলা মহানগরের সভাপতি এএইচএম তরিকুল ইসলাম, রংপুর মহানগর শাখার এ্যাড আতিকুল আলম কলোল,পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম মোলা প্রমুখ বক্তব্য রাখেন।