অন্যআন্যজেলার খবরঢাকা ঢাকায় পণ্যবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত By user 2024 - নভেম্বর ২৫, ২০২৪ 0 6 FacebookWhatsAppEmailPrintTelegramCopy URL রাজধানীর আজমপুরে পণ্যবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাবল লাইন থাকায় অন্য লাইনটি দিয়ে ট্রেন চলাচল করছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।