ডিএসসিসি এলাকার ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের নির্দেশ !

0
26

নিউজ ডেস্ক:

ঢাকা সিটি কর্পোরেশন এলাকার চিহ্নিত ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ রবিবার রাজধানীর ধলপুরে ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কাজের উদ্বোধন শেষে এ নির্দেশ দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

সাঈদ খোকন বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনের জায়গায় ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাসা নির্মাণ প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ করা হবে। স্থান পরিদর্শন শেষে তিনি এই নিবাস নির্মাণে বিদ্যমান ঝুঁকিপূর্ণ ভবন উদ্বোধন করেন।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি ঝুঁকিপূর্ণ ১০৯টি ভবন দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।  মেয়র বলেন, ‘নির্বাচিত মেয়র হিসেবে সিটি কর্পোরেশন এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। তাই আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মাকেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক আজ থেকে কাজ শুরু হয়েছে। ডিএসসিসি’র সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।