ট্রাম্প-কিম বৈঠকে খরচ ১২৬ কোটি টাকা !

0
20

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক বৈঠকে খরচ হবে প্রায় ২০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১২৬ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২৯২ টাকা।

রবিবার সিঙ্গাপুরের এফওয়ান পিট বিল্ডিংয়ে আন্তর্জাতিক মিডিয়া সেন্টার পরিদর্শনের সময় দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং সাংবাদিকদের এ তথ্য জানান। খবর স্টার টিভি ও স্ট্রেইট টাইমসের।

তিনি বলেন, একটি আন্তর্জাতিক উদ্যোগ সফল করতে সিঙ্গাপুর এই অর্থ ব্যয় করছে, যা ‘আমাদের সুগভীর আগ্রহের’ জায়গা। তবে মোট অর্থের অর্ধেকটা নিরাপত্তা খাতে ব্যয় হবে বলেও তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের ‘সান্তোষা’ দ্বীপের কাপেল্লা হোটেলে অনুষ্ঠিত হবে ট্রাম্প ও কিমের মধ্যকার সেই ঐতিহাসিক বৈঠক। কয়েক মাস ধরে দু’জনের মধ্যে উত্তেজনাকর বাক্য বিনিময়ের পর এই বৈঠকে কি ফলাফল আসে সেদিকে তাকিয়ে বিশ্ববাসী।