ট্রান্সজেন্ডারের অনুমতি দেওয়া দেশে শিশু দত্তকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাশিয়ার

0
3

লিঙ্গ পরিবর্তন অনুমোদন করে এমন দেশে শিশুদের দত্তক দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। খবর সিবিএস নিউজ ।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেয় তারা আর রুশ শিশুদের দত্তক নিতে পারবে না।

রাশিয়ার এই দত্তক নিষেধাজ্ঞা ইউরোপ, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং কানাডায় প্রযোজ্য হবে। এর আগে ২০১২ সালে মার্কিন নাগরিকদের রাশিয়ান শিশুদের দত্তক নেওয়া নিষিদ্ধ করা হয়েছিল দেশটিতে।

এ মাসের শুরুর দিকে এই নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়। ডুমার (রাশিয়ার সংসদ দুই কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম ফেডারেল কাউন্সিল এবং নিম্ন কক্ষের নাম ডুমা।) স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেছেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে- রুশ শিশুদের সম্ভাব্য লিঙ্গ পরিবর্তনের মতো বিপদ থেকে রক্ষা করা।

ভোলোদিন শিশুদের প্রতি পশ্চিমা নীতিগুলোকে ‘ধ্বংসাত্মক’ হিসাবে বর্ণনা করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রাশিয়া লিঙ্গ পরিবর্তন পদ্ধতিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। রুশ আইনপ্রণেতারা লিঙ্গ পরিবর্তনকে ‘হিজড়া শিল্প’ বলে অভিহিত করেছিলেন।

আইনটি পাস হওয়ার পরপরই লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেয় এমন দেশগুলোর নাগরিকদের ‘দত্তক’ দেওয়া বন্ধে প্রস্তাব করা হয়েছিল।

এরও আগে রাশিয়া ২০১৩ সালে সমকামী যুগলদের সন্তান দত্তক দেওয়া নিষিদ্ধ করে।