বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টেকনাফে ৮টি দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত নুরুল আলম আটক !

নিউজ ডেস্ক:
টেকনাফ উপকুলীয় বাহারছড়া ইউনিয়ন শামলাপুর এলাকায় র‌্যাব-৭ সদস্যদের বিশেষ অভিযানে দেশী-বিদেশী ৮টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী নুরুল আলম ডাকাত আটক।
জানা যায়, কক্সবাজার র‌্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ মঙ্গলবার গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮টি অস্ত্র ও গোলাবারুদসহ নুরুল আলম ডাকাতকে আটক করে।
এব্যাপারে র‌্যাব-৭ কক্সবাজার ক্যা¤প কো¤পানী কমান্ডার মেজর মো. রুহুল আমিন গতকাল ২২ মার্চ বুধবার দুপুরে দিকে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সদস্যরা টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে নুরুল আলম ডাকাতকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য নিয়ে ডাকাত নুরুল আলমের বাসা থেকে ৮টি দেশী-বিদেশী তৈরী অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক নুরুল আলম দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতি করে আসছিল তার নেতৃত্বে বেশ কয়েকজন ডাকাত। তার পাশাপাশি ডাকাত নুরুল আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় বিদেশি নারী পর্যটক ধর্ষণ, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ডাকাত নুরুল আলম ২০১০ সালের হোয়াকই্যং ইউনিয়নের কুদুম গুহায় বেড়াতে আসা মিস ক্যারিনা নামে এক বিদেশি নারী পর্যটককে ধর্ষণ করে সেই অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। ঐ মামলার প্রধান আসামী ডাকাত নুরুল আলম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular