হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: চট্টগ্রামের অনলাইন পোর্টাল নিউজ চিটাগং টুয়েন্টিফোর ডটকমের অনলাইন পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী টেকনাফ উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টা-বার্ষিকী পালিত হয়েছে। নিউজ চিটাগং২৪ ডটকমের টেকনাফ প্রতিনিধি শমসু উদ্দীনের সার্বিক সহযোগীতায় টেকনাফ পৌরসভার শহীদ আলো কমিউনিটি পার্কে গতকাল ১২ এপ্রিল বুধবার বেলা ১২টায় কর্মরত সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এতে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক দফতর স¤পাদক কায়সার পারভেজ চৌধুরী, সাংবাদিক জিয়াবুল হক , সাংবাদিক আমান উল¬াহ আমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জুবাইর, সাদ্দাম হোনাইন, জাফর আলম গুরা, জাহাঙ্গীর আলম, আবছার কবির আকাশ, জিয়াউল হক জিয়া, রাশেদ মাহমুদ রাশেল, মো. শহিদুল¬াহ, হাবিব ইসলাম হাবিব, শহীদুল ইসলাম শাহেদ, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে দ্রুততার সময়ে সংবাদ পাওয়ার একমাত্র মাধ্যম অনলাইন। আগে যেখানে একটি খবর পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো সেখানে অনলাইন যোগে মুহুর্তে দেশ বিদেশের সকল সংবাদ পাওয়া যায়। বক্তারা নিউজ চিটাগং টুয়েন্টিফোর ডটকমের সার্বিক সফলতা কামনা করেন।