নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক টুইটবার্তায় ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন। খালেদা জিয়া সোমবার টুইটবার্তায় জানান, স্বাধীনতা-সাম্য-মৈত্রীর পক্ষে বিজয় ছিনিয়ে আনার জন্য ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন। নতুন নেতৃত্বে ফ্রান্সের সাফল্যের প্রত্যাশা রইল।
রবিবার দ্বিতীয় দফা নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পেয়ে ম্যাক্রোঁ আগামী পাঁচ বছরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফ্রান্সের ইতিহাসে তিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।