নিউজ ডেস্ক:
পানিতে বসবাসকারী ভাল্লুক হিসেবে পরিচিত হলেও তাদের আকৃতি কিন্তু আমাদের চেনা ভাল্লুকের মতো নয়। বরং পানির এই ভাল্লুককে চোখে দেখাই মুশকিল। রীতিমতো আনুবীক্ষণিক যন্ত্র নিয়ে তার সঙ্গে সাক্ষাতে বসতে হয়।
তবে ছোট বলে তাকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। এক মিলিমিটারের মতো দৈর্ঘ্য হলেও তার পায়ের সংখ্যা আট। আর হামলা করার জন্য থাবাও আছে। বিজ্ঞানীরা এই প্রাণীটিকেই সম্প্রতি সবার সেরা আখ্যা দিয়েছেন।
কারণ সবধরনের মহাজাগতিক দুর্যোগে নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে এই প্রাণীর। ৩০০ এর বেশি ডিগ্রি ফারেনহাইটে বেঁচে থাকতে পারে টার্ডিগ্রেড। বছরের পর বছর পানি না পেলেও তারা টিকে থাকে। কারণ তার জিনের মধ্যেই আছে প্রোটিন যা তার কোষের প্রয়োজন মেটাতে সাহায্য করে।