টানা ৮ ম্যাচ জয়ের পর রংপুরের হার

0
4

টানা আট জয় শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর কিংসকে প্রথম হারের স্বাদ দিল দুর্বার রাজশাহী। সোহানের দলের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে অফের দৌড়ে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী। নয় ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এসেছে তারা।

বিপিএলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর।

১৭১ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইল ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন তিনি।

তখনও অবশ্য রংপুরের আশা টিকে ছিল সাইফউদ্দিনের ব্যাটে। এ পেস বোলিং অলরাউন্ডার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে ১৯তম ওভারে বিদায়ে নেন তিনি। তখনো জয়ের ৮ বলে ২৭ রান দরকার ছিল রংপুরের। তার বিদায়ের পর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। শেষমেশ ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুরের ইনিংস।