বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অন্তত এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ স্থানীয়রা করোটিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে বাজারের তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular