টঙ্গীতে মনোয়ারা হত্যায় গ্রেপ্তার এক !

0
25

নিউজ ডেস্ক:

টঙ্গীতে বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন নাগরিক মনোয়ারা বেগম হত্যা মামলার মূল আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত বুধবার দুপুরে আরিচপুর এলাকায় মনোয়ারা বেগমের বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত। তাদের তিনতলার একটি ফ্ল্যাটে নিয়ে গেলে মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।