বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহ সদর হাসপাতালে সিজার ডেলিভারি বন্ধ-অডিও বার্তায় গাইনি ডাক্তার এমদাদ

ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহের শৈলকুপা এলাকার সেলিমের স্ত্রী মুন্নিকে(২২) ২৭শে আগষ্ট রবিবারে ঝিনাইদহ সদর হাসপাতালে দুদিন ভর্তি রাখার পরে তার প্রসব বেদনা শুরু হলে ২৯শে আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় জৈনিক সিনিয়র নার্স মুন্নির অভিভাবকদের বলেন, গাইনি ডাক্তার এমদাদ স্যার অসুস্থ ।
এখন তাকে জররী ভাবে সিজার করতে হবে, নইলে বাচ্চার অসুবিধা হবে তাই তোমরা মুন্নিকে সদর হাসপাতালের পিছনের ক্লিনিকে নিয়ে ভর্তি করাও।
পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে এক অডিও রেকর্ড বার্তায় গাইনি ডাক্তার এমদাদ জানান, আমি হাড় ও শিরা জনিত রোগে ভুগছি। তাই আমি দাড়িয়ে সিজার করতে পারছি না।
তবে আগামী দেড় মাস আমাকে রেষ্ট নিতে হবে । তবে আগামী দেড় মাস আমি সিজার বা ডেলিভারি করতে পারবো না।
এ ঘটনার সত্যতা স্বীকার করে আরএমও অপুর্ব কুমার সাংবাদিকদের সুপরামর্শ দিয়ে বলেন, সদর হাসপাতাল থেকে একজন গাইনি ডাক্তার দুদকের কথানুযায়ী কালিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
এখন গাইনি ডাক্তার এমদাদ অসুস্থ,তাই আপাতত জরুরী সিজার ও ডেলিভারি বন্ধ। জরুরী প্রয়োজনে আমার “কেয়ার হসপিটাল” এ ভর্তি করিয়ে সিজার ও ডেলিভারি পারো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular