বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঝিনাইদহে রেললাইনের দাবীতে সরকারী কেসি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি ঝিনাইদহঃ  ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেল লাইনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকালে সরকারী কেসি কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সরকারী কেসি কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান। মানববন্ধন কর্মসূচীতে ওই এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন  শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular