ঝিনাইদহে মুক্তিযোদ্ধা গেজেট থেকে রাজাকারদের নাম বাতিল ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

0
9

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

মুক্তিযোদ্ধা তালিকায় থাকা রাজাকারদের ভাতা বাতিল, গেজেট থেকে নাম বাদ ও তাদের বিচারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে শৈলকুপা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনে এ কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধারা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম রইচসহ অন্যান্যরা। বক্তারা, তালিকায় থাকা ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল ও রাজাকারদের শাস্তির দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে স্মারকলিপি পেশ করা হয়।