স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে বাঙালির প্রাণের উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই, জেলা প্রশাসক মো. মাহাবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পিপি এ্যাড. মোঃ ইসমাইল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মকবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি এম. রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন, মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে এখানে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এছাড়াও জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বর্ষবরণ।