ঝিনাইদহ সংবাদদাতাঃ প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব শেখ আতাহার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে মনবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, পিটিআই সুপার আতিয়ার রহমান, ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী আব্দুল মতিন ও জেলা পরিষদের সদস্য শামিম আরা হ্যাপী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, জেলার সকল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় মন্ত্রীর একান্ত সচিব ও সরকারের যুগ্ম-সচিব শেখ আতাহার হোসেন বলেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠনে ভুমিকা পালন করতে হবে। যাতে শিক্ষার্থীরা ঝরে না পড়ে সে দিকে শিক্ষকদের বিশেষ নজর রাখার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, অচিরেই সব প্রাইমারি স্কুলে সীমানা প্রচীর দেওয়া হবে। মামলা নিস্পত্তি করে স্কুলের সম্পত্তি দখল মুক্ত করা হবে। মন্ত্রীর একান্ত সচিব বলেন, ২০১৮ সালের মধ্যে কোন স্কুল বিদ্যুৎহীন ও অনুন্নত থাকবে না। অনুষ্ঠানে শিক্ষকদের পিপনেক্স নামে একটি সফটওয়ারের মাধ্যমে স্কুলের অবকাঠামোগত সমস্যা তুলে ধরার পরাপর্শ দেওয়া হয়। এতে মন্ত্রনালয় থেকে দ্রুত সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে ১৫ আগষ্ট শোক দিবস যথাযথ ভাবে পালনের নির্দেশনা প্রদান করা হয়।