ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২৩৯ জন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৮৪ জন, হরিণাকুন্ডু থেকে ১২ জন, শৈলকুপা ১১০ জন, কালিগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ১৬ জন ও কোটচাঁদপুর থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।