ঝিনাইদহ সংবাদদাতাঃ “দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায়” ‘ঢাকা ডেন্টাল ও ডেন্টাল সার্জারী ভূয়া ডাক্তার জাল জিডি প্রমানিত হওয়ার পরও বহাল তবিয়তে কালীগঞ্জের দন্ত চিকিৎসক আলমগীরের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হবার পরে ক্ষিপ্ত হয়ে আলমগীর ২৩শে আগষ্ট বুধবার সকালে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে কথপথনের এক পর্যায়ে ‘দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার’ ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ ‘রিপোটার্স ইউনিটির’ সাধারণ সম্পাদক আঃ জলিলকে হত্যার হুমকি দিয়েছে ডাক্তারের অন্তরালে নারী দেহ ব্যবসা, প্রতারক ও ভুয়া ডাক্তার আলমগীর। এদিকে হত্যার হুমকির কারণে সাংবাদিক আঃ জলিল ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন নামে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে সকল জালিয়াতির প্রমাণ মিলেছে। তিনি জাল জিডি দেখিয়ে আদালতের ষঢ়যন্ত্রমূলক মামলা করে এক দিনমজুরকে হয়রানি করে আসছে। থানার সিল ও জিডি নম্বর জাল করার বিষয়টি প্রমাণিত হওয়ার পরও পুলিশের নীরব ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, দন্ত চিকিৎসক আলমগীর হোসেনের ক্ষমতা নিয়েও।
দন্ত চিকিৎসক আলমগীর হোসেন চিকিৎসা সনদ পত্র দেখতে চাইলে সে দেখাতে পারে না। অথচ কালীগঞ্জের ঢাকা ডেন্টাল সার্জারী মসজিদ মার্কেট মেইন বাস ষ্টান্ড ২য় তলা ও ছন্ধ্যা সিনেমা হল মার্কেটের নিচ তলা ঢাকা ডেন্টাল সার্জারীতে চিকিৎসা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা করে যাচ্ছে বলে কালিগঞ্জের রহিমা খাতুন ও বাইশা গ্রামের শুশ্মীতা রাণী জানিয়েছে। পর্দার অন্তরালে সে এ ব্যবসা করে বলে জানা গেছে। জানা গেছে কালীগঞ্জের এ ভুয়া ডাক্তারের সহযোগীতায় ঝিনাইদহ শহরের একজন জড়িত আছে। ডাক্তরকে আইনের আওতায় আনলেই তার সহযোগীর নাম জানান যাবে।
কালীগঞ্জের রাড়ীপাড়া গ্রামের আয়ুব হোসেন বিনিয়ে বিনিয়ে বলেন, স্যার আমার নামে মিথ্যা ডিডি করে কোর্টে হয়রানী করে লুটে নিয়েছে লক্ষাধিক টাকা। কালীগঞ্জের সুশিল সমাজ এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সুদিষ্টি কামনা করেন এবং ওই ভুয়া দুই ক্লিনিক বন্ধ করে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির জোর দাবি জানান। দন্ত চিকিৎসক আলমগীর হোসেনের দায়ের করা ভুয়া জিডির বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খানের সাথে আলাপ করলে তিনি বলেন, ‘থানা থেকে আমরা রিপোর্ট দিয়েছি এ জিডির কোন অস্তিত্ব নেই মর্মে জানান। তিনি আরো বলেন সুনেছি এই ভুয়া ডাক্তার নিয়ে পত্রপত্রিকায়ও লেখা লেখি হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ভুক্তভোগী কালিগঞ্জবাসী কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে চিকিৎসার নামে প্রতারণা ও দেহ ব্যবসা বন্ধের দাবী জানিয়েছেন এলাকাবাসী।