ঝিনাইদহে দু’ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধে ৬ জনকে কুপিয়ে জখম

0
13

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের মহেশপুরে দু’ভাইয়ের জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে ৪ নারীসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের নলবিল পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো কামাল হোসেন, রাশিদা বেগম, মরিয়ম, পারভীন, ফাতেমা ও রাসেল। আহতদের শনিবার উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার এসআই মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শ্যামকুড় ইউনিয়নের নলবিল পাড়ায় কামাল প্রধান ও ভাই জামাল হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার রাতে জামাল হোসেনের লোকজন কামাল প্রধানের পরিবারের উপর হামলা চালিয়ে ৪ নারীসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, এ ঘটনায় রাসেল প্রধান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে।