ঝিনাইদহে চাকলাপাড়ার আলোচিত রোকেয়া খাতুনের বাড়ী থেকে ৪ খদ্দেরসহ ২ পতিতা আটক

0
16

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ী থেকে ৪ খদ্দেরসহ ২ পতিতাকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে চাকলাপাড়ার বাবু মন্টু বসু সড়কের আলোচিত রোকেয়া খাতুনের বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩০), একই গ্রামের খয়ের আলীর ছেলে হাফিজুর রহমান, জাড়গ্রামের ইশারত আলীর ছেলে মাসুদ আলী, আজিজুল ইসলামের ছেলে আকমল হোসেন, গোবিন্দপুর গ্রামের ২ জন পতিতা। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে চাকলা পাড়ার একটি বাড়ীতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। আগামীতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।