ঝিনাইদহে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে জাহেদী ফাউন্ডেশন

0
11

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ নবম বর্ষে পদার্পন ও প্রতি বছরের ন্যয় শনিবার (২৭ই এপ্রিল) এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বিতরণ শুরু করেছে জাহেদী ফাউন্ডেশন। শনিবার দিনব্যাপী জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে শহরের বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিক্স মাঠ প্রাঙ্গণে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ- মাগুরা সংরক্ষিত আসনের মহিলা এমপি খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল, কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর থানার ওসি মিজানুর রহমান খাঁনসহ অন্যান্যরা। সে সময় অসচ্ছল পরিবারের মাঝে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে নবম বর্ষে পদার্পন ও প্রতি বছরের ন্যয় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে প্রায় অর্ধ লক্ষ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।