বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝালকাঠিতে নিরাপদ সড়ক বাস্তবায়ন ও সড়ক দূর্ঘটনা এড়াতে অামাদের করনীয় শীর্ষক অালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে সামাজিক প্রতিষ্ঠান নবগ্রাম ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্যে ” নিরাপদ সড়ক চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দূর্ঘটনা এড়াতে ও নিরাপদ সড়ক ব্যবহারে জনসচেতনা মূলক প্রচারাভিযান করার লক্ষ্যে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক, সড়কে চলাচল ও সড়ক দূর্ঘটনা এড়াতে অামাদের করনীয় শীর্ষক অালোচনা সভায় বক্তরা গ্রামের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে সচেতনামূলক লিপলেট ও সংক্ষিপ্ত অালোচনা করার সিদান্ত গ্রহন করা হয়। সেই সাথে সড়কের নিকটস্থ সকল বিদ্যালয়ের সম্মুখে গতীরোধ ও রাস্তা পাড়াপারের জন্য জেব্রা ক্রোসিং দেয়ার জন্য জেলা প্রশাসক মহাদ্বয়ের নিকট স্বারক লিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টায় সামাজিক সসংগঠন নবগ্রাম নবগ্রাম ব্লাড ডোনার্স ক্লাবের সভা কক্ষে ক্লাবের সভাপতি কাজী জালিছ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি কাঞ্চন অালী মিয়া, নবগ্রাম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক অাক্তার হোসেন, গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষি কর্মকর্তা এম এ হান্নান খান, নবগ্রাম জেবুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অাবুল কালাম অাজাদ, সাবেক ইউপি সদস্য সরদার দেলোয়ার হোসেন, কবির হোসেন মল্লিক, অালমদিনা জামে মসজীদের পেশ ইমাম মাওলানা মনির, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সৈয়দ অালমগীর, সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রেজাউল করিম মঞ্জু অাকন, স্থানীয় সাংবাদিক ইমাম হোসেন সহ নবগ্রাম ব্লার্ড ডোনার্স ক্লাবের সকল সদস্য বৃন্দ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular