ফরিদ উদ্দিন,লামা :
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় বান্দরবানের লামা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মাধবী লতা আসামকে সফল নারী জয়িতা সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, চাকুরী ও সফল জননী ক্ষেত্রে এবং সফল জননী হিসেবে সাফল্য অর্জন করে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মীতা খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সায়েদ ইকবাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, নারী নেত্রী জাহানারা আরজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর মাধবী লতা আসামকে সফল নারী জয়িতা নির্বাচন করা হয়। শেষে অতিথিবৃন্দ জয়িতার হাতে সম্মাননার ক্রেষ্ট ও সনদ তুলে দেন।
এব্যপারে মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা জানান, পাহাড়ী জনপদে অনেক জয়িতা রয়েছেন যারা এখনো মহিলা বিষযক অধিদপ্তর কিংবা সরকারের দৃশ্যপটে আসেনি। তাদের খোঁজে আমরা তৎপর রয়েছি।