নিউজ ডেস্ক:
বাজারে ছোলা-চিনির দাম নির্ধারণ করে দেয়ায় জেলা প্রশাসক শামসুল আরেফিনের সমালোচনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল রবিবার পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জেলা প্রশাসক প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে এখতিয়ার বহির্ভূতভাবে বর্ধিত হারে ছোলার দাম কেজি প্রতি ৮০ টাকা ও চিনির দাম ৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এতে করে বাজারে বিরুপ প্রভাব পড়েছে। এতে ব্যবসায়ীগণ সুযোগ পেয়েছেন। তারা জেলা প্রশাসকের বেঁধে দেওয়া দামের নিচে ভোগ্যপন্য বিক্রি করবেন না। সরকার যখন মাহে রমজান মাসে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বদ্ধ পরিকর তখন প্রজাতন্ত্রের কর্মকর্তা জেলা প্রশাসকের বর্ধিত হারে দাম নির্ধারণ সরকারি নীতিমালার সাথে সাংঘর্ষিক। তার এই অযাচিত ভূমিকা সরকারের ভাবমূর্তিকেই ক্ষুন্ন করেছে।
তিনি বিবৃতিতে উল্লেখ করেন, নগরীর বাইরে সিটি গেইট থেকে কুমিরা হয়ে সীতাকুণ্ড পর্যন্ত বিভিন্ন পাট কলের গুদাম ভাড়া নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ছোলা ও চিনি মজুদ করা হয়েছে। এসব জনস্বাস্থের জন্য হুমকিস্বরূপ। তিনি গুদামগুলো অনতিবিলম্বে সিলগালা করে দেয়ার জোর দাবি জানান।