জেএমবি আইয়ুব বাচ্চু যেকোনো সময় গ্রেপ্তার: আইজিপি !

0
22

নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু। তাকে যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে ব্যাপক নজরদারি চলছে।

রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, আইয়ুব বাচ্চু এখন নব্য জেএমবিকে নেতৃত্ব দিচ্ছে। অর্থ সরবরাহ ও কর্মী সংগ্রহ তার নির্দেশে হচ্ছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল হয়নি। তবে জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সফল অভিযানের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে জেএমবি সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।