জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ফেন্সিডিল ও মদ উদ্ধার

0
7
স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ ও ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উথলী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার (১লা ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ‘মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত উথলী বিওপির টহল দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৫ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উথলী গ্রামের মোল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোল্লাপাড়ার একটি কলাবাগানের মধ্য হতে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ ও ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও সীমান্ত ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা বর্তমানে মাদক ও চোরাচালান পণ্য পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হচ্ছে। প্রায়ই এসব এলাকা থেকে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার হলেও ঘটনার সাথে জড়িত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না পাচার কাজ। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন এলাকার সচেতন মহল।