জীবননগরে কৃষকদলের আহ্বায়কের বিরুদ্ধে মানববন্ধন

0
3

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও তার নেতাকর্মীরা একটি পরিবারের উপর হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগে লক্ষীপুরে সাধারণ মানুষ মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার লক্ষ্মীপুর জীবননগর সরকারি মহিলা কলেজের সামনে সড়কে গ্রামের সাধারণ নারী-পুরুষ, শিশু কিশোর এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল হামিদ, হাসান, হাবিব, খোকা উজিরের বাড়ির সামনে তাদের মধ্যে টাকা পায়সা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। পরে তারা সেখান থেকে ফিরে বাজার থেকে ১৫/২০ ছেলে লাঠিসোঁটা নিয়ে উজিরের বাড়িতে হামলা চালায়। হামলায় উজির সহ তার পরিবার বেশ কয়েকজন আহত হন। তারা বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অনুষ্ঠিত মানববন্ধনে জীবননগর পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি জোয়াদ আলী, সাধারন সম্পাদক হাফিজুল, যুবদল নেতা ডালিম হোসেন, সলেমান, পৌর কৃষক দলের নেতা ইসাহক আলী, পৌর বিএনপি নেতা নুর নবী, মতিয়ার, আজমুল হক, বাঁকা কৃষক দলের নেতা জাফর আলীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত সকলেই হামলাকারীদের গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবী জানান।

আহত উজির আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়ীতেই ছিলাম। হঠাৎ আমার বাড়ীর সামনে ২০-২৫ জন যুবক হাতে লাঠিসোটা নিয়ে হাজির। তাদের মধ্যে বিএনপির কৃষক দলের নেতা হামিদ, হাসান, হাবিব, খোকা আছে, অন্যদেরকে ব্যক্তিগত ভাবে চিনি। অন্যান্যদের দেখলে চিনব,কিন্তু এখন নাম বলতে পারব না। আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। সাকিল নামে একজন ফোন করে বলে তোর যা হয়েছে, এর চেয়ে আরো বেশী হবে।আমরা বর্তমানে আতঙ্কের মধ্যে আছি।

বিএনপি নেতা সাবেক পৌর কমিশনার হাসান আলী বলেন, হামিদের নেতৃত্বে একদল মানুষ উজির আলীর বাড়ীতে হামলা চালিয়ে মারপিট করে উজিরকে মারাত্মক রক্তাক্ত জখম করে। তারা উজির আলীর স্ত্রীকেও মারপিট করে এবং বাড়ী ঘরও ভাংচুর করে। যারা হামলা করেছে তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ জানান, আমাদের বিরুদ্ধে উজির যে সব অভিযোগ তুলছেন তা মোটে সত্য নয়। আমরা বরং উজির আলীর নিকট পাওনা।টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছি। উজিরের নিকট গয়েশপুর খোকা ফেন্সিডিলের টাকা পায়, সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ। তাদের বিরোধ ঠেকাইতে গিয়ে উজির আলী ও তার লোকজনের হামলার শিকার হয়েছি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।