বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জীবননগরে কারফিউ ভঙ্গ করে ছাত্র-জনতার অবস্থান

চুয়াডাঙ্গার জীবননগর কারফিউ ভঙ্গ করে বাসস্ট্যান্ডে অবস্থা নিয়েছে ছাত্র-জনতা। এ সময় সরে যায় পুলিশ। সেনাবাহিনীর সদস্যরাও তাদের বাধা দেয়নি। আজ সোমবার বেলা ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা অবস্থান নেয়।

এরমধ্যে বেলা ১০টার দিকে জীবননগর হাসপাতাল গেটে অবস্থা নেয় ছাত্র-জনতা। আর জীবননগর তরফদার মার্কেটে অবস্থান নেয় ব্যসসায়ীরা। পরে ব্যবসায়ীরা সেখান থেকে মিছিল নিয়ে হাসপাতাল গেটে যায়। এরপর তারা একসঙ্গে মিছিল জীবননগর থানার সামনে সহ বিভিন্ন সড়কে কয়েকবার মিছিল নিয়ে যায়। আর জীবননগর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।

এ সময় জীবননগর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের কয়েকটি তিনটি তোরণ ভাঙচুর করেন তারা। এ সময় কিছুটা দুরে পুলিশের অবস্থান থাকলেও তারা নিরব ছিল।

এদিকে সকালের দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করতে গেলে রোষানলে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। পরে দ্রুত গাড়ি নিয়ে চলে যান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular