জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, চ্যালেঞ্জ খারিজের ফলে তার বিরুদ্ধে যথারীতি বিচার চলবে, তদন্ত চলবে।
তাজুল ইসলাম বলেছেন, যেখানে আপনার হাইকোর্টে আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, সেখানে বিচারিক আদালতে একটা অদ্ভুত যুক্তি তুলে ধরে বলছেন যে, এই আইনটা বৈধ না, সুতরাং, এখানে আমার বিচার হতে পারে না। এটা তারাও জানেন, এর আইনগত কোনো মূল্য নেই। রিটটি করা হয়েছে একটা আওয়াজ তোলার জন্য, একটা হাইপ তোলার জন্য।