বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জামিন আবেদন নাকচ করে ৭ জনকে জেলহাজতে প্রেরণ

দর্শনার আলোচিত পল্টু হত্যা মামলার আসামিদের আত্মসমর্পণ
নিউজ ডেস্ক:দামুড়হুদার দর্শনায় আলোচিত যুবলীগের কর্মী নঈম উদ্দীন পল্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ সাত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে সাতজনকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এদিকে, আজ মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটে দর্শনা প্রেসক্লাবের সামনে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করবেন নিহতদের পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী।
আদালত সূত্র জানায়, দলীয় কোন্দলের জের ধরে গত ২৩ আগস্ট বিকেলে দর্শনা পুরাতন বাজার এলাকায় যুবলীগের কর্মী নঈম উদ্দীন পল্টুকে (৩৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই মঈনুদ্দিন মণ্টু বাদী হয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন তোতা, যুবলীগের নেতা দিপু রেজা, সাইদুল ইসলাম বাংলা, আলম মিয়া, সোহেল হোসেন ও আশিক উদ্দীন।


এ প্রসঙ্গে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আলোচিত এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হলে আসামিরা আত্মগোপন করেন। এরপর ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান আসামিরা। তিনি আরও জানান, উচ্চ আদালতের নিদের্শনা অনুযায়ী গতকাল সোমবার বিকেলে আসামি আব্দুল মান্নানসহ সাত আসামি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) মোহাব্বত আলী জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের সবাইকে রিমান্ডে নেওয়া হবে। গতকাল সোমবার রিমান্ডের আবেদন করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular