দামুড়হুদায় সরকারবিরোধী গোপন বৈঠকে পুলিশি অভিযান
নিউজ ডেস্ক: দামুড়হুদার কুড়–লগাছি প্রাথমিক বিদ্যালয়ের আমবাগানের ভিতরে সরকারবিরোধী গোপন বৈঠক করাকালে জামায়াতের এক নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন নেতাকর্মি পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৪টি ককটেল, চাঁদা আদায়ের রশিদ ও রোকন সংগ্রহের বই জব্দ করা হয়। আটককৃত জামায়াত নেতা উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আসাদুল হক (৫২)। মামলার অন্যান্য আসামীরা হলেন- নাস্তিপুর গ্রামের মৃত মফেল আলির ছেলে জয়নাল (৪৫) ও জয়নাল আলীর ছেলে সাগর (১৯), বোয়ালমারী গ্রামের নকিম শেখের ছেলে পটল শেখ (৪০) ও নাস্তিপুর গ্রামের রবিউল হকের ছেলে শফিউল আলম (৩০)।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোর ৫টার দিকে কুড়–লগাছি প্রাথমিক বিদ্যালয়েরে আমবাগানের ভিতরে ২০-২৫ জন জামায়াত নেতাকর্মি গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে আমিসহ সেকেন্ড অফিসার এসআই রাজিব হাসান, এস আই শামসুল, তপন কুমার নন্দী, কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় আটক একজনসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। একই রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী পটল শেখ, শফিউল আলম, জয়নাল ও সাগরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।