নিউজ ডেস্ক:
তিনশো বছর ধরে জাপানের ছোট্ট দ্বীপ ওকিনোশিমায় বসবাস করেন শুধুমাত্র পুরুষরা। পুরুষদের সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করে এই দ্বীপে পা রাখতে হয়। তাই নারীদের প্রবেশাধিকার নেই এই দ্বীপে। কিন্তু এই নগ্নতাকেই শেষপর্যন্ত স্বীকৃতি দিল ইউনেস্কো। এই স্বীকৃতির পর দ্বীপটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে।
নাবিকদের জীবনের সুরক্ষার জন্য এই দ্বীপে বিশেষ পূজা করা হয়। বছরে একদিন, ২৭ মে শুধুমাত্র এই দ্বীপে যাওয়ার সুযোগ পান পুরুষ পর্যটকরা। তাও সেই সংখ্যাটা মাত্র ২০০। তার বেশি নয়। এই একটা দিনই দু’ঘণ্টার অনুষ্ঠানে থাকার অনুমতি মেলে পর্যটকদের। সেদিন জামা-কাপড় খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করে শুদ্ধ হয়ে ওকিনোশিমা দ্বীপে পা রাখতে হয় তাদের।
এই দ্বীপের ছবি তোলা পর্যটকদের বারণ। কোনও বাসিন্দার সঙ্গে কোনওরকম কথা বলাও সম্ভব নয়। কোনও পর্যটক এই নিয়ম ভাঙলে হাজতবাস অনিবার্য। ভ্রমণার্থীদের সেই দ্বীপে যাওয়ার প্রবেশাধিকার বাড়ানোর জন্য এই উদ্যোগ নিচ্ছে ইউনেস্কো।