“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ”শ্লোগানে
প্রতিনিধি ঝিনাইদহঃ “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিসের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা মৎস্য অফিসার আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম। বুধবার থেকে শুরু হওয়া এ সপ্তাহ শেষ হবে আগামী ২৪ জুলাই। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, বিতর্ক প্রতিযোগী, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের