বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা চায় ইসি

আগামী জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদী বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির এ চাহিদাপত্র পাওয়া গেছে।

চাহিদাপত্রে উল্লেখ করা হয়, বরাদ্দের মধ্যে প্রায় ২৮শ কোটি টাকা ব্যয় হবে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে। এছাড়া ইসির কর্মকর্তারা জানান, ‘নির্বাচন’ খাতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে।

এরমধ্যে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজনেই প্রায় ২৮শ কোটি টাকা ব্যয় হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular