ছিনতাইকারীদের মাইক্রোচাপায় মুরগী ব্যবসায়ী নিহত !

0
27

নিউজ ডেস্ক:

রাজধানীর শাহবাগ থানা এলাকার মৎস্যভবন মোড়ে ছিনতাইকারীদের মাইক্রোবাসচাপায় সজীব (১৮) নামের এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় তার ভ্যানচালক হজরত আলী সামান্য আহত হন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মৎস্যভবন মোড়ে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সজীবকে ভ্যানচালক হজরত আলী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সজীবের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায়।
হজরত আলী জানান, ভ্যানে করে কাপ্তান বাজার যাচ্ছিলেন সজীব। মৎস্যভবন মোড়ে আসলে একটি সাদা মাইক্রোবাস থেকে কয়েকজন ছিনতাইকারী এসে তার কাছে যা কিছু আছে তা চায়। প্রথমে তিনি কোনো কিছু দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা ছুরি চাপাতি দেখিয়ে তার কাছ থেকে আট হাজার টাকা নিয়ে যায়। পরে তারা মাইক্রোতে করে পালিয়ে যাওয়ার সময় সজীবকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।