নিউজ ডেস্ক:
ভারত ও মিয়ানমারের মধ্যে এই প্রথম সামরিক মহড়া হতে চলেছে। ভারতীয় সেনাদের সঙ্গে ছয় দিনের সেই দ্বিপাক্ষিক মহড়ার জন্য রবিবারই মেঘালয়ের উমরোইয়ে হাজির হয়েছে মিয়ানমার সেনাবাহিনী থেকে ১৫ কর্মকর্তাদের একটি দল।
গুয়াহাটির ডিফেন্স পিআরও লেফট্যানেন্ট কর্ণেল সুনীত নিউটন জানান, United Nations Peacekeeping Operations-এ অংশগ্রহণের জন্যই মূলত এই মহড়া। উমরোইয়ে ভারতীয় সেনার Joint Training Node-এ এই দ্বিপাক্ষিক মহড়া হবে বলে জানা গেছে। ভারতের পক্ষ থেকে এতে রয়েছেন ১৬জন কর্মকর্তা।
তবে ভারতের UNPKO বিষয়ে আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে। এই মহড়ার উদ্দেশ্য, মিয়ানমারের সেনা কর্মকর্তাদের UNPKO সম্পর্কে বিভিন্ন বিষয়ে অবগত করা।
চলতি মাসের প্রথম দিকে একই স্থানে ভারত এবং বাংলাদেশের মধ্যে মহড়া চলে যার লক্ষ্যই ছিল দুই দেশের সেনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা।