নিউজ ডেস্ক:
মুরাদ হোসেন: চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় মাদক ,চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা ডাকবাংলো চত্বরে উপজেলা পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আবু সাঈদ আল মাসউদ, চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক ,জনপ্রতিনিধি ও সুধীব্যাক্তিগন ।