নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি মোড়ে এক কিশোরীকে চড় মাড়ার অপরাধে পিরোজখালি গ্রামের জাহাঙ্গীর (২০) নামে এক যুবককে ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সাড়ে ১২টার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপিনাথপুর গ্রামের এক কিশোরী এম এ বারী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী গতকাল সকাল ৯টার দিকে সাতগাড়ি মোড়ে পৌছালে এক যুবক তাকে আচমকা চড় বসিয়ে দেয়। পরে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল আটককৃত আসামীকে থানা হেফাজতে নেয়। আটক ওই যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালি গ্রামের বদর উদ্দীন মালিথার ছেলে জাহাঙ্গীর হোসেন। পরে দুপুর সাড়ে ১২টার পর ঘটনাস্থলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন। এসময় আটক জাহাঙ্গীরকে থানা পুলিশ ঘটনাস্থলে নিলে উক্ত আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দেন। পরে পুলিশ সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।