রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

চুয়াডাঙ্গায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপাড়ায় মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আরবী খাতুন ইসলামপাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহত আরবীর বড় ভাই অনিক এ তথ্য নিশ্চিত করে নীলকন্ঠ ডট কমকে বলেন, সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবী। এসময় হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে আরবীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডা. শাপলা খাতুন নীলকন্ঠকে ডট কমকে বলেন, পরিবারের স্বজনরা শিশু আবরীকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular